নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপত্বিতে ও প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক এনামুল হক, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান মারাজ মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রেজ্জাক, মহিলা কাউন্সিলর শিউলী বেগম, জবা রায়, আওয়ামীলীগ নেতা মোঃ ইব্রাহিম মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মেম্বার মোঃ সাইফুল ইসলাম, আব্দুর রউফ মেম্বার, মেরাজ মিয়া, আব্দুল ওয়াহেদ, জিতু লস্কর।
বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হালিমা খাতুন, আলী হায়দার, শামিমা আক্তার, হেলেন আক্তার, সাজ্জাত মিয়া, মোঃ সুহেল, দেবযানি ধর, সজল বরণ ব্রহ্মচারী, বদরুন্নেছা বেগম, তাছলিমা আক্তার, আজিজুর রহমান, শাহরিয়ার চৌধুরী, আরিফুল ইসলাম, আফসানা খাতুন, কামরুজ্জামান ফয়সল প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মীর এখলাছুর রহমান।