মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ থেকে :রোগী দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলো ইউপি মেম্বার কুদরত উল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি।
সোমবার রাত ১০ টায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের পৌর এলাকার সামিরা-সাম্মি স’ মিলের কাছে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মঙ্গলবার দুপুরে নিহতের লাশ পাশ্ববর্তী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের বক্তারপুর গ্রামে পৌছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
জানা যায়, সোমবার রাতে ইউপি মেম্বার কুদরত উল্লাহ তার অসুস্থ মামাতো ভাইকে দেখতে পশ্চিমতিমিরপুর অভিমূখে রিক্সাযোগে রওয়ানা হয়। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত মূখী সিএনজি অটো রিক্সার মূখোমূখি সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পেরন করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।