নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুদিয়াখলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিপন মিয়া (১৮) ও বিলাল মিয়া (২০) নামে দুই যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত অবস্থায় তাদেরককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১ টায় এ ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের এম এ আব্দুল হামিদের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই গ্রামের আব্দুল কাইয়ূমের বিরোধ চলে আসছিল। বিষয়টির জের পূর্ব পরিকল্পিত ভাবে গতকাল রাতে আব্দুল হামিদের পুত্র মামুন মিয়াসহ তার লোকজন আব্দুল কাইয়ূমের বাড়িতে হামলায় চালায়।
এ সময় রিপন ও বেলাল মিয়া বাধা দিলে মামুন, মোস্তাফাসহ তাদের লোকজন তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রাতেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।