নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ডাকাত হাফিজুরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার তারাসই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর শুকুর মিয়ার পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাসই গ্রামে অভিযান চালিয়ে তার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার এসআই সম্রাট বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত হাফিজুরের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।