চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে প্রশাসনের উদ্ধ্যোগে চুনারুঘাট থানা রোডে মধ্যবাজরে পুলিশ কল্যাণ সুপার মার্কেট এর ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পুলিশ কল্যান সুপার মার্কেট প্রথম তালায় ঢালাই কাজের উদ্বোধন করলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী ও এময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার এস.আই অমর ফারুক কনস্টেবল সিকান্দর আলী, ইমারত বিল্ডাস এন্ড আর্কিটেক্ট এর স্বত্ত্বাধীকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ন কবির। পরিচারক ইঞ্জিনিয়ার শারমিন রজব সুমি ।
ঠিকাদার মোঃ খলিলুর রহমান জেনারেল কনস্ট্রাকশন কুমিল্লা, ইলেক্ট্রিশিয়ান লিটন দেব (প্রশান্ত) দেওয়গাছ ইউনিয়নের রাজাপুর গ্রামের অবস্থান করছেন, বিশিষ ব্যবসায়ী শেখ নুরুল ইসলাম, দুলাল মেম্বার, আবুল কালাম মোহরি, বিশিষ্ট ব্যাবসায়ী রেজাউল করিম মাসুক, আব্দুল হাই প্রিন্স, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, শিক্ষক ও সাংবাদিক বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। এতে প্রায় ২ শতাদিক দিন মুজুর শ্রমিকরা ছাদ ঢালাই কাজে নিয়োজিত ছিল।
উক্ত ঢালাই কাজের শেষ চুনারুঘাট থানা মসজিদের ইমাম মাওঃ নজরুল ইসলাম মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এ ব্যপারে চুনাররুঘাট থানা অফিসার ইনচার্জ নির্মলেন্দু চাক্রবর্তী তিনি ডিজিটাল মডেল থানা পুলিশ কল্যাণ সুপার মার্কেটে কাজ করে আসছেন। উল্লেখ্য যে, উক্ত মার্কেট গত ০১.০৭.২০১৬ ইং তারিখ থেকে শুরু করে প্রায় ৭ মাসের ভিতর অনেক কাজ এগিয়ে এসেছে। এ ব্যপারে নিয়োজিত ইঞ্জিনিয়ার এর সাথে আলাপ কালে জনা যায়, উক্ত থানা মার্কেটের ১৮ রোম কাজটি ৩ তলা পর্যন্ত তিনি দায়িত্ব প্রাপ্ত হন এবং উক্ত কাজের মূল্য আনুমান ১ কোটি টাকা ব্যয় হবে বলে ধারনা করা হয়।