চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে সৈয়দ সেলিম উদ্দিন য্ক্তুরাজ্য প্রবাসি প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিরতণ করা হয়েছে।
জানা যায় সোমবার দুপুরের দিকে চুনারুঘাট উপজেলা শহিদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার ভাইস চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা মনান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডা, আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক কমান্ডার, মোঃ বাকী বিল্লাহ তরফদা, আহব্বায়ক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মোঃ মাসুক মিয়া,সহ সভাপতি, চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব, মোঃ জাহাঙ্গীর মিয়া, শিক্ষক গাতাবলা দাখিল মাদ্রাসা, আশরাফুর আলম (দুদু মিয়া) নির্বাহী সদস্য, চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব, সংকর শীল, সহ সংগঠনিক সম্পাদক চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব,এইচ আর আফজাল, মোঃ মুখলিছুর রহমান, পরিচাক, সরদার ট্রেডিং, গ্রাফিক্স ডিজাইনার মোঃ মামুন আহমেদ, ফটো সাংবাদিক বাবরু মিয়া, আব্দুল হাই প্রিন্স, গোয়েদা ডিবি মুসলেম উদ্দিন, আকরামুল ইসলাম সংগঠনিক, চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব এম. এস জিলানী আখঞ্জী যুগ্ম সাধারণ সম্পাদক চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব, সংকর শীল, সহ সংগঠনিক সম্পাদক চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব, উক্ত মোঃ আলী আমজাদ সভাপতিত্বে ও, চুনারুঘাট অনলাইন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়ার পরিচালনায়।
উক্ত সভায় বক্তরা বলেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতীর কল্যানে ভিবিন্ন সংবাদ অনলাইনের মাধম্যে দ্রুত গতিতে সংবাদ পেয়ে থাকি । আরও তথপ্রযুক্তি অনলাইনের মাধ্যমে শক্তি শালি হিসাবে কাজ করে যাচ্ছেন বলে আমারা আশা বাদি। মিডিয়া প্রিন্ট, সাংবাদিক, শিক্ষকবৃন্দ জনপ্রতিনিধি পাশে অসহায়দের দরিদ্র গরিব প্রতিবন্ধিদের মাঝে কম্বল তুলে দিচ্ছে অনলাইন প্রেস ক্লাবের সদস্যবৃন্দরা ।
এতে উপস্থিত প্রতিন্ধিরা আব্দুল হ, আব্দুল হামিদ, রমিজ উল্লা, কালা মিয়া, কনা মিয়া, বাদশা মিয়া, জালাল মিয়া, জমশের আলী, আকছির মিয়া, আঃ করিম, মিজান মিয়া, ছুকেরা খাতুন সহ আরও অনেকেই প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন প্রতেকের মাঝেই একটি করে কম্বল বিতরণ করা হয়েছ।