মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুর তাফসীর কমিটির উদ্যোগে ৫ দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মহা সম্মেলন আজ ২৪ জানুয়ারি মঙ্গল বার থেকে শুরু হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ঐতিহাসিক তাফসীর মাহফিল সম্পন্ন হবে। এতে তাফসীর পেশ করবেন প্রখ্যাত মোফাসসীরে কোরআন আল্লামা তাফাজ্জুল হক মোহাদ্দিছে হবিগঞ্জী, হযরত মাওলানা নূরুল ইসলাম ওরীপুরী, মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী, শাইখুল হাদিস মাওলানা ইমদাদুল হক বার্মিংহাম ইংল্যান্ড, মাওলানা মুফতি ফয়জুল্লাহ ঢাকা, মাওলানা লোকমান সাদী ঢাকা, মাওলানা আফতাবুজ্জামান মুস্তাফী সহ আরো অনেক দেশ বরেণ্য উলামায়ে কেরাম। উক্ত তাফসীর মহা সম্মেলনে দলে দলে যোগদান করে সকল করে তোলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে তাফসীর পরিচালনা কমিটি।