নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বেকারীতে নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ময়দা, দুইটি হোটেল রেষ্টুরেন্টে পঁচাবাসি খাবার পরিবেশেনের অভিযোগে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালদত।
সোমবার দুপুর ১টার দিকে নিবার্হী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভুমি) বিজন কুমার সিংহ এ জরিমানা দায়ের করেন।
পুলিশ জানায়, হাসপাতাল সড়কের শাহজালাল বেকারীকে ১০হাজার, আল মদিনা রেষ্টুরেন্টে ৭ হাজার ও তৃপ্তি ভোজ রেষ্টুরেন্টে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার এএসআই প্রানেশ দাস দৈনিক শায়েস্তাগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেন।