হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রায়দর বাজার থেকে আটক মাদকসেবী রজব আলী (৫৫) কে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে রজব আলীকে আটক করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী রজব আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান। তিনি জানান, রজব আলী দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সে রায়ধর গ্রামের মৃত আতর আলীর পুত্র। রোববার রাতেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।