চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ক্লাব লাইন এলাকায় কুয়ায় পড়ে সুমন দেব (৩৫) এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।নিহত চা শ্রমিক চন্ডিছড়া চা বাগানের মৃত প্রমোদ দেবের ছেলে ।
পারিবারিক সূত্রে জানায়, শনিবার রাতে সে চিমটিবিল চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে আর বাসায় ফেরেন নি।
রবিবার বিকেলে কুয়ার পাশ্ববর্তী লোকজন পানিতে লাশ ভাসতে দেখে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।