উত্তম কুমার পাল হিমেলঃ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এডভোকেট আবু জাহির বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক মানুষ যাতে সঠিকভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেজন্য বর্তমান আওয়ামীরী সরকার বদ্দ পরিকর। ধর্মীয় অনুশাসন অনুসরন ছাড়া সমাজে শান্তি আসে না।
তাই সবাইকে ধর্মীয় আদর্শ অনুসরন করে চলতে হবে। তিনি গত শনিবার সকালে হবিগঞ্জ জেলা সৎসঙ্গের আয়োজনে স্থানীয় রাধামাধব আখড়ায় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৯ তম জন্ম উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় তিনি হবিগঞ্জ জেলা সৎসঙ্গের উদ্যোগে মন্দির নির্মানের জন্য ভূমি সংস্থানের আহবান জানিয়ে দুই দফায় নগদ ২ লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। উৎসব কমিটির সভাপতি এডভোকেট পরিতোষ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালানায় এতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ। অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করেন উৎসব কমিটির সাধারন সম্পাদক নৃপেন্দ্র দেব ও নিরঞ্জন দেব।
এ সময় এসপিআর নিরঞ্জন চন্দ,এসপিআর দিপক রঞ্জন তালুকদার,এসপিআর সুকুমার দাশ,এসপিআর রতন কুমার দেব, এসপিআর নিশিকান্ত দাশ,এসপিআর ইন্দুভূষন দাশ,এডভোকেট অর্জুন চন্দ্র রায়,সুদীপ বনিক,বরুন সরকারসহ উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধার অতিথি এমপি আবু জাহিরসহ সহস্রাধিক ভক্তবৃন্দ ঠাকুরের প্রতিকৃতিসহ বর্নাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় রাধামাধব জিউড় আখড়ায় এসে শেষ হয়।
পরে উৎসব উপলক্ষে বিশেষ স্মারকগ্রন্থ “সত্যের সন্ধানে” এর মোড়ক উন্মোচন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি আব্দুল মজিদ খাঁন। পরে দুপুরে চট্ট্রগ্রাম থেকে আগত মৃনাল কান্তি দাশ ও তার দলের পরিবেশনায় ঠাকুরের লীলাকীর্তন পরিবেশন,ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।