নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান যোগল-কিশোর(জে,কে) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি উৎসব পালন উপরক্ষ্যে রেজিষ্টেশন কমিটির এক সভা গত শনিবার রাতে বিদ্যালয় মিরানায়তনে অনুষ্টিত হয়।
কমিটির আহবায়ক ডাঃ সফিকুর রহমানের সভাপতিত্বে এতে আলোচনা করেন শিক্ষক তাপস আচার্য্য, প্রভাষক খালিকুজ্জামান এডিশন,প্রদর্শক মোঃ দুদু মিয়া,সুহেলুজ্জামান,প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,প্রযুক্তিবিদ সাইফুর রহমান খাঁন ,শিক্ষক জাহাঙ্গীর বখত চৌদুরী,প্রনব দেব,জীবেশ গোপ,অলিউর রহমান,ফয়জুর রব পনি,আবু নাসের ইকবাল,ইমরান আহমদ চৌধুরী।
সভায় আগামী ২৮শে জানুয়ারী শনিবার বিদ্যালয়নের শতবর্ষ পুর্তি উৎসব পালনের জন্য সকল নিবন্ধনকারীদের মাঝে টি-শার্ট,পাস কার্ডসহ অন্যান উপকরন আগামী ২৭শে জানুয়ারী শুক্রবার ১০ টা থেকে ১২ পর্যন্ত বিদ্যালয় প্রঙ্গন থেকে বিলি করার সিদ্ধান্ত গৃহীত হয়।