সৈয়দ হাবিবুর রহমান ডিউক॥ হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের আর্তমানবতার সেবায় নিয়োজিত ব্যাতিক্রমধর্মী একটি সামাজিক সামাজিক সংঘঠন হল সুতাং জাগরণী সংসদ।
ইতিমধ্যে সংঘঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল ৪টায় শাহজীবাজার সর: প্রাইমারী স্কুল মাঠে জাগরণী সংসদের উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আফরোজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জাগরণী সংসদের প্রধান উপদেষ্ঠা সৈয়দ গাজিউর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা ইছাক আলী সেবন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো: মুখলিছ মিয়া, মহিলা নেত্রী মোছা: রাবেয়া আক্তার, মহিলা মেম্বার মুক্তা আক্তার, সৈয়দ শাহান শাহ পীর, সৈয়দ মারুফ আহমেদ, গিয়াস উদ্দিন মুখলিছ, নুরুল ইসলাম এংরাজ মেম্বার, মো: উছঁঁতার খান, মো: গোলাম কিবরিয়া রায়হান, সৈয়দ আতাউর রহমান সুমন, সাংবাদিক এস এইচ টিটু, মো: উজ্জল আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য মোল্লা মো: মহিউদ্দিন সোহাগ, মো: খোকন তালুকদার, মোশারফ চৌ: রফু,আব্দুর রহিম জযুম, আব্দুল্লাহ পারভেজ, মো: কামরুল ইসলাম, সৈয়দ আতাউর রহমান ঝিনুক, মো: সুজন মিয়া, নাজিম উদ্দিন সুজন, মো: কামাল মিয়া,আব্দুল কাদির স্বপন, সৈয়দ বকুল রহমান,মোস্তফা জামান হৃদয়, ইসমাইল হোসেন এলিন, এনাম খান, আবিদুর রহমান পাভেল, শফিউদ্দিন তুষার,মো: শামীম আহমেদ,মুজিবুর রহমান উদয়, ময়না তালুকদার, শেফাজ মিয়া সহ জাগরণী সংসদের সকল নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।