ঢাকা: ভাইকে পুড়িয়ে হত্যা করেছে অবরোধকারীরা। এর প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় লক্ষ্য করে ইট ছুড়লেন এক যুবক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়েন পরান সরকার নামের ওই যুবক। এ সময় পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।
আটকের সময় পরান সরকার চিৎকার করে বলতে থাকেন, সহিংসতায় অবরোধকারীদের হাতে তার ভাই পুড়ে মারা যাওয়ায় খালেদা জিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করতে এসেছেন তিনি।