চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চুনারুঘাট সরকারি কলেজে এই প্রথমবারের মত জাকজঁমকভাবে শীতকালীন পিঠা উৎসব পালন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা। পিঠা উৎসবের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অসিত কুমার পাল, উপাধ্যক্ষ মো. হারুন মিয়া ও দেওরাগাছ ইউপির চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরীসহ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উৎসবে ৫৭ জন প্রতিযোগির মধ্যে দুটি ভাগে ঝাল ও মিষ্টি বিভাগে প্রতিযোগিদের ভাগ করা হয়। এর মধ্যে ঝাল বিভাগের ৩ জন ও মিষ্টি বিভাগ থেকে ৩ জনসহ মোট ৬ জন বিজয়ী হয়।
পিঠা উৎসব কমিটি আহবায়ক ও বাংলা বিভাগের প্রভাষক মিলি আক্তার তমা জানান, এই শীতকালীন পিঠা উৎসব কলেজে ছাত্র-ছাত্রীরা খুব উপভোগ করেছে। এ পিঠা উৎসব যেন প্রতি বছর চুনারুঘাট সরকারি কলেজে উদযাপন করা হয়।
এই লক্ষ্যে পিঠা উৎসব আয়োজন করা হয়। কারণ এটা বাঙালি জাতীর একটি সু-প্রাচীন ঐতিহ্যের অংশ। শীতকালীন উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করে উৎসটিকে সাফল্যমুন্ডিত করে তুলে।