নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার চানপ্রর গ্রামের চাঞ্চল্যকর শহিদ হত্যা মামলার প্রধান আসামী শামীমকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে হবিগঞ্জের ডিবি পুলিশ সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করে। শামীম চানপুর গ্রামের আ. সহিদ এর পুত্র।
বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম এর আদালতে শামীম ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকালে শহিদকে হত্যার দায় স্বীকার করে। গত ১ অক্টোবর শহিদকে হত্যা করে গাছের সাথে লাশ বেধে রাখা হলে পুলিশ লাশ উদ্ধার করে।
মামলার তদন্তকারী অফিসার ও ডিবি পুলিশের কে এম আজমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীমকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে। পরে ম্যাজিস্ট্রেট এর কাছেও সে হত্যার কথা স্বীকার করে।