নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নির্বাচনে শপথ নিয়েছেন সদ্য সমাপ্ত নির্বাচিত সদস্যরা।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
সকালে হবিগঞ্জ ছাড়াও সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত ৫৫৮ জন সদস্যও শপথ পাঠ করেন। পরে একই স্থানে বেলা সাড়ে ১১টায় শপথ নেন রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৬১১ জন সদস্য।
এসময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।”
এর আগে গত ১১ জানুয়ারি বিনা প্রতিদ্বন্ধীতা্য় নির্বাচিত চেয়ারম্যান ডা. মোশফিক হোসেন চৌধুরী শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। হবিগঞ্জে মোট ১৫ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হন।