মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের এএসপি এসএম রাজু আহম্মেদ, ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদনান সানি সাগর, ইসরাত জাহান মুক্তা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরাশ উদ্দিন, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন।
আলোচনা সভা শেষে ইভটিজিং প্রতিরোধ সচেতনতামূলক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘মূর্তি’ প্রদর্শিত হয়। এ সময় চলচ্চিত্র নির্মাতা সাইফ উদ্দিন জাবেদসহ অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।