বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সালিশ বৈঠকে দু’গ্রামবাসী মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অন্তঃত শতাধিক লোকজন আহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাপশা ও কটিয়াদী গ্রামবাসীর মধ্যেূ এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার তারাপাশা গ্রামের মেইন রাস্তায় পিচ ঢালাই নিয়ে কাজীহাটা গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার সন্ধ্যায় বিরোধ মিমাংশার জন্য কটিয়িাদী বাজারে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই নেত্বত্বে এক সালিশ বৈঠক শুরু হয়। সালিশ বৈঠকে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এটি রুপ নেয় সংঘর্ষে।
উভয় গ্রামবাসী মাইকিং করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কটিয়িাদী বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাজারের বেশ কয়েকটি দোকানপাঠ লোঠ ও ভাংচুর করা হয়। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।