খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ দেশব্যাপী প্রত্যেক জেলায় ও একটি উপজেলা ভিত্তিকের ন্যায় চুনারুঘাটে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উদ্যোগে ও হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অ্যাক্রোবেটিক দলের মনোমুগ্ধকর প্রদর্শনী পরিবেশন হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় চুনারুঘাট পৌর শহরের ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল মাঠে জাকজঁমক আয়োজনের মধ্য দিয়ে অ্যাক্রোবেটিক দলের বিভিন্ন প্রদর্শনী প্রদর্শীত হয়। প্রদর্শনীর পূর্বে আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা’র সভাপতিত্বে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পী সুজন মাহমুদের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার উপ-সচিব ও উপপরিচালক মো. সফিউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-জেলা কালচারাল অফিসার ও অ্যাক্রোবেটিক প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী অসিত বরণ দাশ গুপ্ত। এতে বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরী, ডিসিপি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক প্রমুখ।
অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ২৭ জন শিল্পীবৃন্দরা ব্যাম্বোরোপ রাউন্ড, ব্রিক স্কীল, চেয়ার সেটিং ব্যারেল সটিং, ফায়ার ড্যান্স, রোলার ব্যালেন্স, রিং ডান্স, বডি ব্যালেন্সসহ বিভিন্ন ধরণের প্রদর্শনী পরিবেশন করেন। এতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে প্রদর্শনী উপভোগ করেন। আগত দর্শকরা পূনরায় এ ধরণের প্রদর্শনী করার আহবান জানান।