চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান এবং জাপানের বাংলাদেশস্থ হেলিও হোল্ডিং কোম্পানি লি. এর ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল মালেক কোম্পানির কাজে জাপান গমন করেছেন।
রোববার ওই কম্পানির ডিজিটাল গ্যাস মিটার স্থাপন ও স্মার্ট কার্ড চালু করণ সংক্রান্ত পূর্ণ আলোচনায় যোগ দিতে জাপান গমন করেন। তাঁর সাথে সচিবালয়ের উর্ধ্বতন কর্তকর্তাগণ ও কর্ণফূলী লি. ওই আলোচনায় অংশ নেবে। এটি জাপানের জাইকা’র ওডিএ এর কাজ এবং এটি কর্ণফূলী লি.’র পিডি, ডিপিডি এর আলোচনা। তিনি কাজ শেষে সুস্থভাবে দেশে যেন ফিরতে পারেন, এজন্য সবার কাছে দোয়া প্রার্থী।