নিজস্ব প্রতিনিধি : বাহুবলের দৌলতপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিক্সা উল্টে ৫ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বাহুবলের উদ্দেশ্যে যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশা ওই সড়কে পৌছলে চেকপোষ্টে থাকা পুলিশ সিএনজিটি থামানোর সিগন্যাল দেয়। এ সময় সিএনজি চালক বেপরোয়া গতিতে চালিয়ে গেলে চেকপোষ্টের অদুরে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে বাহুবল উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের টুকুন কুমার দেব (২৭) সহ ৫ জন আহত হয়। অপর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।