সিলেট: সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স এক দিন থেকে দেড় বছরের মধ্যে।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হাসপাতালের তিন ওয়ার্ডে তাদেরে মৃত্যুর ঘটনা ঘটে।
অভিভাবকদের অভিযোগ, ডাক্তারদের অবহেলার কারণেই মৃত্যুর এ ঘটনা ঘটেছে।
সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুস সালাম জানান, শিশুরা বিভিন্ন রোগে মারা গেছেন। এদের মধ্যে কারো জন্মগত ক্রটি, শারীরিক সমস্যাসহ নানা রকম রোগ ছিল।
ডাক্তারদের অবহেলার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে বলেও জানান তিনি।