নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে টমটম উল্টে সেবুল মিয়া (৩২) নামে এক চালক নিহত হয়েছে। সে উপজেলা সদরের মোকামহাটির মৃত আজহার মিয়ার পুত্র।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে নতুনবাজার-বড়বাজার রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়- নিহত সেবুল মিয়া তার টমটম ভর্তি মালামাল নিয়ে বড়বাজার থেকে নতুন বাজারে আসার জন্য রওয়ানা হয়।
পথিমধ্যে নতুনবাজার-বড়বাজার রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছে অপর একটি জিপ গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে আশেপাশের মানুষ দৌড়ে এসে সেবুলকে টমটমের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।