আব্দুর রাজ্জাক রাজু: হবিগঞ্জের চুনারুঘাটের নালূয়া চা বাগানের ধরমনাথ এলাকায় গাছ বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রাকেশ কর্মকার (৩)দুঘর্টনাস্থলেই মারা যায়।
সে ধরমনাথ এলাকার প্রদিপ কর্মকারের পুত্র।
শুক্রবার দুপুর ১ টায় ধরমনাথ বাশার বাবুর বাসার সামনে রাস্তায় একই এলাকার অশুক মুন্ডার পুত্র সুবাস মুন্ডা (৩০)চা বাগানের নিজস্ব (ট্রাক্টরের হেলপার) ট্রাক্টর দিয়ে শিশুটি কে চাপা দিলে সে মারা যায়।
এসময় নিহত শিশুর স্বজনদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এক পর্য্যায়ে চা শ্রমিক নেতারা পরিস্থিতি শান্ত করেন।