মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা-ধর্মঘর সড়কের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা ও গাজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় বিজিবি ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাজাসহ ঐ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার আ. সবুরের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার মনতলা–ধর্মঘর সড়কের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১২-২০৪৩) তে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মিলি বেগম (৪০) কে আটক করে।
আটককৃত মিলি বেগম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ গ্রামের মন্নাফ মিয়ার স্ত্রী।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিক্সা ড্রাইভার পালিয়ে যায়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।