হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। গুরুতর আহত ও গুলিবিদ্ধসহ ৪০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশঙ্কাজনক ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের দিদার মাস্টার ও একই গ্রামের সমছু মিয়ার লোকজনের মধ্যে জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।