বাহুবল প্রতিনিধি : বিগত ৩ দিন ব্যাপী শেষ হওয়া উন্নয়ন মেলায় বাহুবল যুব উন্নয়ন স্টলে যুব প্রশিক্ষণ প্রাপ্ত কালিগজিয়া মনিপুরী নারীরা তাদের নিজের হাতে তৈরী বাহারি ধরণের পোশাক উপস্থাপন করে দর্শনার্থীদের আকর্ষণে পরিণত হয়েছেন। এছাড়াও বেকার যুবক-যুবতীদের মধ্যে ঋণ বিতরণের সাফল্যগাঁতা ব্যানারগুলো দর্শনার্থীদের নজরকাড়তে সক্ষম হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহের সার্বিক তত্ত্বাবধানে ও ক্রেডিট সুপার ভাইজার মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুল করিম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রতন চন্দ্র আচার্যের পরিচালনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিগত সময়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরেন। বিশেষ করে এ প্রতিষ্ঠানের কর্মীদের সরব উপস্থিতি ও সেবা সমূহ জনগণের সামনে তোলে ধরার কৌশলগুলো অনেককে মুগ্ধ করেছে।