সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জে শহীদীয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্দ্যেগে উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে অবস্থিত শহীদীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার সকালে গরীব-দুঃখী অসহায় মানুষ ও ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শহীদীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদীয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিফজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মিজানুর রহমান ও ইউপি আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান চৌধুরী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদীয়া হাফিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মৌলানা হিফজুর রহমান, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান প্রমূখ। অনুষ্টানে ১০০০ হাজার গরীব-দুঃখী অসহায় মানুষের মাঝে কম্বল ও গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে ৫০০ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়া ২টি হুইল চেয়ার ও ১ টি অটো রিক্সাও বিতরণ
করা হয়।