রায়হান আহমেদ, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে ৩দিন ব্যাপী ওরশ মোবারক শুরু হতে যাচ্ছে।
আগামী ১৩-১৫জানুয়ারি উপজেলার ঐতিহাসিক দরবার শরীফ ও হযরত নাছির উদ্দিন সিপাহশালাসহ ১২০জন আউলিয়ার ৬৯৬তম বাৎসরিক ওরশ মোবারক ও মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে সাজ সাজ রবে মেতে ওঠছে মুড়ারবন্দের মাজারের আশ-পাশ। ইতোমধ্যে নিরাপত্তা রক্ষায় মাজার কমিটির উদ্যোগে মাজারের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। প্রশাসনিক নিরাপত্তায় চুনারুঘাট থানা পুলিশ ১৩জানুয়ারি থেকেই মাজারে অবস্থান নেবে।
এছাড়াও জানা যায়, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে আলাদা তিনটি কমিটি যথাক্রমে ওরশ, মেলা ও গাড়ী পর্কিং কমিটি গঠন করা হয়েছে। দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহম্মেদ (সফি) চিশ্তি জানান, ৬৯৬তম ওরশ মোবারক ১৩ই জানুয়ারি শুক্রবার সকালে গিলাপ চড়ানোর মাধ্যমে শুরু এবং ১৫ই জানুয়ারি রোববার রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।