চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পানিতে ডুবে সোহান নামে (দেড় বছর) এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরগাজী গ্রামের শফিক মিয়ার পুত্র। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সোহান সকলের অগোচরে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর হঠাৎ তার নিথর দেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক রাজিব চৌধুরী। তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।