নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ২য় দিন সোমবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শান্তিপুর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকেই শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল, ছাত্রদলসহ ২০ দলের নেতাকর্মীরা পিকেটিং করেন। পরে বিক্ষোভ সমাবেশ করেছে ২০ দলীয় জোট।
এছাড়া ওই সন্ধ্যায় মঙ্গলবারের হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধিন ২০ দলীয় জোট। মিছিলটি দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়েছে।
নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর জামায়াতের আমীর সাইদুল হক চৌধুরী সাদিক, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, আব্দুল মুকিদ পাঠান, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ চৌধুরী রিপন, সাহেব আলী, মনর উদ্দিন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, মাওঃ মোস্তফা আল হাদী, জিতু মিয়া সেন্টু, একে আজাদ লেবু, ছায়েদ আহমদ, সাহিদ আহমদ তালুকদার, মিজানুর রহমান জুয়েল, আবুল কালাম মিঠু, খালেদ আহমদ, নাজিউর আহমদ চৌধুরী, ছমিরুল হক, ওয়াহিদুজ্জামান জুয়েল, মোজাহিদুল ইসলাম, জিয়াউর ইসলাম জিয়া, সাজান চৌধুরী, ফরান আহমদ ছানু, মাহমুদ চৌধুরী, মীর বাচ্চু, আল আমীন, জাকিরুল ইসলাম জাকির, শাহ রুহেল আহমদ, আকবর আলী প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, বিরোধী জোটের আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার জন্য যারা পেট্রোল বোমা মেরে মানুষ খুন করছে, বিএনপি জোট ক্ষমতায় গেলে তার তদন্ত করে বিচারের কাঠগড়ায় আনা হবে। বক্তাগণ প্রতিদিন বিরোধী জোটের নেতাকর্মীদেরকে বিচারবহিভুত হত্যাকান্ড বন্ধেরও দাবী জানান।