নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে অত্যান্ত জাকজমক ও আনন্দঘন পরিবেশে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো পদক্ষিন করে আবার উপজেলা পরিষদের সামনে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়। শোভাযাত্রা ও মেলায় শত শত জনসাধারন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শহর সরগরম হয়ে উঠে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীথেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা যুবলীগের প্রতিষ্টা সভাপতি আবু ইউসুফ চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, জাপা নেতা মুরাদ আহমেদ নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় উন্নয়ন মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকাল ৩টায় সারাদেশের ন্যায় একযোগে নবীগঞ্জেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রূপকল্প ২০২১ ও ২০৪১ আমাদের প্রস্তুতি করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগ, দপ্তর / সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বর্তমান সরকারের (২০০৯-২০১৬) মেয়াদের সাফল্য ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ প্রধান ১০টি বিশেষ উদ্যোগ উপস্থাপন করা হবে। এছাড়া মেলায় একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বাসস্থান, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, সামাজিক কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুত উন্নয়ন মেলায় উপস্থাপন করা হয়।
মেলায় পর্চার আবেদন গ্রহন ও পর্চা প্রদান, ইটভাটার লাইসেন্স আবেদন গ্রহন, উপজেলা ভূমি অফিসের নামজারী আবেদন গ্রহন এবং প্রযোজ্য ক্ষেত্রে মেলা চলাকালীন ৩ দিনের মধ্যে চুড়ান্ত আদেশ প্রদানসহ খতিয়ান প্রদান করা হবে। এছাড়া মেলা চলাকালীন সময় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান। ১৩টি ইউনিয়ন ও পৌরসভার আলাদা স্টল রয়েছে। এতে বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের তত্ত্বাবধানে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ঐতিহ্যবাহী দেশি পিঠা পদর্শন করা হয়। এছাড়াও ফ্রি ফেইসবুক ও মেইল আইডি খোলা ও তথ্য প্রযুক্তি সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন সেবা প্রদান করা হবে।