বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার হায়দরপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে।
শনিবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদের সাথে হামদু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় আব্দুল হামিদ (৪৫), হামদু মিয়া (৪০) ও আবুল খায়ের (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।