মৌলভীবাজার প্রতিনিধি।। শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের জেরে মৌলভীবাজার জেলায় পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার ৭ জানুয়ারি প্রশাসনের উচ্চপদের কর্মকর্তাগণ বিজিবি, শ্রমিক মালিক ইউনিয়ণ পরিবহন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের নিয়ে দফায় দফায় মিটিং করে সভায় ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষয়ক্ষতি প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনুরোধে শ্রমিক ও ব্যবসায়ী নেতারা অনির্দিষ্ট কালের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।
এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান, শ্রীমঙ্গল থানা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল থানার ওসিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ রক্ষার্থেই পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা এসিদ্ধান্ত নেন। তবে আশার কথা হলো হামলায় জড়িত বিজিবি সদস্যদের ক্লোজ করা হয়েছে এবং ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জেলা প্রশাসক জানান।
এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ক্ষতিপূরন দেয়ার সিদ্বান্ত দেয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে গাড়ি রাখা (পার্কিং) নিয়ে এক বিজিবির সদস্যের সঙ্গে পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এ খবর বিজিবির শ্রীমঙ্গল সদর দপ্তরে পৌঁছালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষকে মারধর করেন।