বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে বৈদ্যুতিক তারে জড়িয়ে কাউছার মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কাউছার মিয়া হারুনুর রশিদের ছেলে।
জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কাউছার তার বসত ঘরের উপরে উঠে গাছ থেকে বড়ই পাড়তেছিল। ওই সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হয়।
গুরতর অবস্থায় তাকে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।