নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জের অপহরণ মামলার পলাতক আসামী যতীন্দ্র সরকার (৩৬) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
শুক্রবার ভোরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার স্বস্থিপুর (দিঘীরপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধৃত যতীন্দ্র সরকার ওই গ্রামের সুরই সরকারের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ২০১০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় ওয়ারেন্টভূক্ত হয় যতীন্দ্র সরকার। এর পর থেকে পালিয়ে বেড়ায় সে।