নিজস্ব প্রতিনিধি : অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সিলেট জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল।
আজ ৬ জানুয়ারী শুক্রবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে স্বাগতিক হবিগঞ্জের ক্ষুদে ক্রিকেটাররা সিলেটের ক্ষুদে ক্রিকেটারদের ৪০ রানে হারিয়েছে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে হবিগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল ৩৭.১ ওভারে অলআউট হওয়ার আগে ১১০ রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক ইমন সর্বোচ্চ ৩২ রান করেন। জালাল উদ্দিন করেন ১৭ রান। অতিরিক্ত থেকে আসে ৩৪ রান।
সিলেটের হয়ে সাকিব ৪টি, সুমন ৩টি উইকেট লাভ করেন।
১১১ রানের টার্গেটে খেলতে নেমে সিলেট জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দল ৩৪.৫ ওভারে ৭০ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে ফেরদৌস সর্বোচ্চ ১৬ রান করেন। মোমেন করেন ৯ রান। অতিরিক্ত থেকে আসে ২৬ রান।
হবিগঞ্জের হয়ে জালাল ৩টি, সজীব ৩টি, মুস্তাকিম ২টি উইকেট লাভ করে।
ফাইনাল সেরা হন হবিগঞ্জের জালাল উদ্দিন।
ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্ণামেন্টে সিলেট বিভাগের ৪টি জেলা অংশগ্রহণ করে।