চুনারুঘাট প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে গৃহবন্দী করে হাত-পাঁ বেঁধে এক মদ্যপের হাতুরী দ্বারা প্রহার করে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গ্রাম টেকারঘাটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,৬ জানুয়ারী বেলা আড়াইটায় উপজেলার টেকারঘাট গ্রামের সেলিম মিয়ার পুত্র রাজন মিয়া (২২) ওমৃতঃ কনা মিয়ার পুত্র ইসহাক মিয়াকে(২৫)কে রাস্তা থেকে বাড়িতে ডেকে নিয়ে ঘরে ঢুকিয়ে দরজা বন্দ করে হাত-পাঁ বেঁধে হাতুরী দ্বারা প্রহার করতে শুরু করে তাদের প্রতিবেশী আকছির মিয়ার মদ্যপায়ী ও গাড়ী চুরী মামলায় সাজা খাটা আসামী বিল্লাল মিয়া ( ২৫)।
পরে, রাজন ও ইসহাকের চিৎকারে পাড়াপড়শিরা তাদের মারাত্বক আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা যায়।