চুনারুঘাট থেকে সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে নিমর্ম ভাবে খুন হওয়ার ৮দিন অতিবাহিত হওয়ার পর অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে।
সোমবার সকালে ওই যুবকের বড় ভাই আল আমিন ও আত্মীয় স্বজনরা চুনারুঘাট থানায় এসে তার পরনের কাপড়-চোপড় ও ছবি দেখে লাশ সনাক্ত করেন।
সে উপজেলার সদর ইউনিয়নের হাসারগাঁও গ্রামের মকবুল মিয়ার ছেলে আলমগীর (২২)।
স্বজনা জানায়, কে বা কার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ খোয়াই নদীর চড়ে ফেলে রাখে। আল আমিন আরও জানায়, বাড়ি থেকে ৫কিলোমিটার দুরে আমার ভাইকে কিভাবে নিয়ে হত্যা করা হল তা আমাদের জানা নেই।
উল্লেখ্য,গত ১লা ফেব্রুয়ারী সকালে স্থানীয় বাসিন্দারা পৌর শহরের বড়াইল এলাকার খোয়াই নদীর চরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ওই যুবকের পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে চুনারুঘাট পৌর গোরস্থানে দাফন করা হয়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) তদন্তকারী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, লাশটির গায়ে ৮১টি চুরিকাঘাত ছিল। নৃশংসভাবে চুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। তদন্ত অব্যাহত রয়েছে। খুনিরা ধরা পড়বেই।