মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা জাগ্রত শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের ২য় বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা জাগ্রত শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাছাদ্দুক আহম্মদ মাষ্টারের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া। বিশেষ অথিতির বক্তব্য রাখেন চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের সভাপতি রহম আলী, বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুখলেছুর রহমান,ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি তোফাজ্জল হোসেন,সমাজ সেবক আব্দুল বারী,মোতাহার হোসেন,সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন খান পলাশ,আনোয়ারুল হক মীর্জা,অর্থ সম্পাদক মিহির চন্দ্র দেব,প্রচার সম্পাদক মজিবুর রহমান বাহার,উপদেষ্টা বিধু মোহন সাহা,নিজাম উদ্দিন,সামছু উদ্দিন,আলী আশরাফ খান প্রমুখ।পরে মাধবপুরে জাগ্রত শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সভায় বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মিহির চন্দ্র দেব।