হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলো উপজেলার রিয়াজনগর গ্রামের সুরুক মিয়া (৪০), গাজীপুর গ্রামের মনছব আলী (৪০), একই গ্রামের আনছব আলী (৪৫), লিটন মিয়া (৩৫), আলমগীর (৩২), যাদবপুর গ্রামের ফজলুর রহমান (৬০), হাজেরা (৫০), এমরান হোসেন (৪০), আক্তার (৪২), ধরমন্ডলের নুনু (৪০), তোফাজ্জল (৪০)। গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের রাতে বিশেষ অভিযানে মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, এ অভিযান অব্যাহত রয়েছে।