হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদে নারী উন্নয়ন ফোরামের আলোচনা সভা ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেটের বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদ মিলানয়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ৩ মাস মেয়াদী নারীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণ উদ্ধুদ্ধকরণ নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ নিমূল,প্রাকৃতিক দূযোর্গ সচেতনতা ও ঝুঁকিহ্রাস,বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার বিষয়ক সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান । উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও ইউ/পি সদস্য সেলিনা আলমাছের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলা উদ্দিন আল রনি,সাংবাদিক হামিদুর রহমান,ইউ/পি সচিব গোপেশ চন্দ্র শীল,কাউন্সিলর ইসরাত জাহান ডলি,ইউ/পি সদস্য শ্যামলী রাণী দেব দেব,মারজান বেগম,মিরা কৈরী,রোকেয়া বেগম,জাহানারা বেগম,মমতাজ বেগম প্রমুখ। পরে সেলাই প্রশিক্ষাণর্থী নারীদের হাতে কোর্স সমাপনী সার্টিফিকেট তুলে দেন প্রধান অথিতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান ।