রায়হান আহমেদ, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট ভারতের সীমাবর্ত্তী উপজেলা। ফলে নানান কায়দায় অহরহ ঢুকছে ভারতীয় মদ।
প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার মাদক বেচা-কেনা হয় চুনারুঘাটে।
চুনারুঘাট থানা পুলিশ এবং বিজিবি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে এসব মরণনাশক দ্রব্য।
তবে তুলনায় তা অনেক কম। বেশিরভাগ মাদক ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। প্রভাবশালী অনেক নেতাই সীমান্তে থেকে মাদক সম্রাটদের পক্ষে সহায়তার ভূমিকা রেখে যাচ্ছেন।
বিনিময়ে তারা অর্জন করছেন মোটা অঙ্কের টাকা। বাল্লা সীমান্ত থেকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রায় ১৫/২৫টি মাদক বিক্রির অস্থায়ী হাট-বাজার রয়েছে। নিরাপদ ব্যবস্থা গ্রহনে তারা প্রায়ই স্থান বদলে নেয়। এমনকি তারা মোটর বাইকে ফাঁকা রাস্তায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে। সন্ধ্যার পর পর সড়কে মোটরবাইকের আধিক্যতা লক্ষ্য করা যায়। তারা মূলত মুখোশধারী মাদক ক্রেতা-বিক্রেতা।বর্তমানে চুনারুঘাটে ভারতীয় মদ রাজত্য করছে। পরিস্থিতির ভয়াবহতায় রূপ নিচ্ছে। এমতাবস্তায় জরুরী ভিত্তিতে সঠিক ব্যবস্থা নেয়ার জন্য মনে করেন এলাকার সচেতনমহল।