নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে নির্বাহী অফিসার মুহাম্মদ লৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অর্ধেন্দু চন্দ্র দেব, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, উপজেলা মুক্তিয্দ্ধোা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, জাতীয় পার্টি সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি এয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, মেহের আলী মালদার, সমর চন্দ্র দাশ, মাসুম আহমেদ জাবেদ, নজরুল ইসলাম, দিলাওর মিয়া, ছাইমুদ্দিন আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক শেখ সইফা রহমান কাকুলী প্রমূখ।
সভায় ৭২ ঘন্টার মধ্যে দিনারপুর পরগনার স্থানীয় চেয়ারম্যানকে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ফাসানোর ঘটনার নায়কদের গ্রেফতারের দাবি জানানো হয়। সভায় বলা হয়, উপজেলায় কোন স্থানে যাত্রা,জুয়ার আসর বসানো যাবেনা। দীঘলবাকে মতিউর রহমান মৃত্যুর ঘটনাটির সুষ্টু তদন্তের উপর গুরাত্বারোপ করা হয়।