নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকা থেকে টমটম চুরি করার সময় আকাশ মিয়া (১৮) নামের এক চোর ধরাশায়ী হয়েছে।
পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। সে শহরের নাতিরাবাদ এলাকার সাজনু মিয়ার পুত্র।
শনিবার সন্ধ্যায় ওই এলাকার অগ্রদ্রুত কাউন্টারের নিকট থেকে ১০৫ নম্বরের একটি টমটম চুরি করে নিয়ে যাবার সময় এর চালক আলমগীর মিয়া দেখে ফেলে। এ সময় সে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন আকাশকে আটক করে।
পরে তাকে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। জনতা তার কাছ থেকে টমটম চুরির মাষ্টার চাবি উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়।