খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের মফিজ উদদিন দাখিল মাদসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে মাদরাসা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়নাবাদ গ্রামের বিশিষ্ট মুরুব্বী মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইসতেরামুল হক সোহাগের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহমুব আলী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অসিত বরণ দাস গোপ্ত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেন জিতু, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, কাচুয়া স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার ও আলহাজ্ব ব্যাকস সভাপতি আবুল হোসেন আকল মিয়া প্রমুখ।