স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভাল স্টেডিয়ামে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৯:৩০ মিনিটে খেলাটি শুরু হয়েছে।
খেলায় টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। ইনজুরি কাটিয়ে এটাই তামিমের প্রথম ম্যাচ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৮ ওভার শেষে বিজয় ও মমিনুল এর উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে।