নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে পুর্ব দেবপাড়া গ্রাম থেকে ২ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইলিয়াছ মিয়া (এলাইছ) (২২)’কে গ্রেফতার করেছে। ধৃত আসামী ওই গ্রামের মোঃ সুরুজ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের পুর্ব দেবপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে ইলিয়াছ মিয়া ওরপে এলাইছ এর বিরুদ্ধে একটি মাদক মামলায় ২ মাসের কারাদন্ড প্রদান করে বিজ্ঞ বিচারক। দন্ডাদেশ’র পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পলাশ চন্দ্র দাশ একদল পুলিশ নিয়ে তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করেছেন। গতকাল শনিবার ধৃত আসামীকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।