এস এইচ টিটু : ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সুরাবই নামক স্থানে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
শনিবার বেলা ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা মেট্রো-ড-১৪-৪৯০০ পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী অন্য পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ৫ জন আহত হয়। তাৎখনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্যার করে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করে।বাকি আহতদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।